আপনার ব্যবসার পণ্যের বাজার চাহিদার উপর ব্যবসার
সফলতা অনেকটাই নির্ভরশীল।
আর সেজন্যে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে।
কোনো ব্যবসায়িক পণ্য বাজারে চলবে নাকি, বাজারে
এর চাহিদা কেমন, কোন ধরণের মানুষের কাছে আপনার
ব্যবসায়িক পণ্যের সহজলভ্যতা বেশি, কোন বয়সের
মানুষ আপনার পণ্যের উপর বেশি আগ্রহী, ব্যবসায়ের
ভ্যালু নির্ধারণসহ আরো অনেক কিছুই নির্ভর করে এই
মার্কেট রিসার্চের উপর।
একইভাবে পণ্য সরবরাহের দিকেও খেয়াল রাখতে হবে।
যদি মার্কেট রিসার্চ না করেন তাহলে হয়তো আপনার
পণ্যের চাহিদা বেশি হওয়া সত্ত্বেও আপনি পর্যাপ্ত
পরিমাণ পণ্যের যোগান দিতে পারবেন না, যা এক
অর্থে ব্যর্থতারই লক্ষণ।
Writer:Digital Marketer Muntasir
Writer:Digital Marketer Muntasir
ConversionConversion EmoticonEmoticon