মার্কেটিং করেন! যত বেশি পারেন মার্কেটিং
করেন! অর্থাৎ প্রচার করেন আর কি!
প্রত্যেক জিনিসই মার্কেটিংয়ের উপর দাঁড়িয়ে আছে।
যেখানে মার্কেটিং নেই সেখানে অর্থের জোগাড়
আর হয় না!
সরকারী চাকরি থেকে শুরু করে বাসায় বসে একটা
মেয়ের হাতের তৈরি শখের পুতুলও মার্কেটিংয়ের
সাহায্যেই অর্থে রুপান্তরিত হয়।
মার্কেটিং না করলে মাসে মাসে ৪০০-৪০০০ ডলারের
বেশি আয় করা আমার পক্ষেও সম্ভব ছিলো না।
মার্কেটিংয়ের ক্ষেত্রে সমাধান না খুঁজে, সমস্যা
খুঁজেন।
প্রত্যেকটা গন্তব্যে যাওয়ার বেশ কয়েকটা পথ থাকে।
আপনার পাশের ব্যক্তি যে পথে এগুচ্ছে আপনি সেটা
ফলো না করে, নতুন পথে এগুতে থাকেন। পারলে নতুন পথ
তৈরি করুন।
আমার টার্গেট ছিলো গুগলের প্রথম পেইজে আমার
নামটাকে র্যাংক করা, করেছি। আমার টার্গেট ছিলো
কোনো এক মাসের মধ্যে ২০০০ ডলারের বেশি আয় করা,
করেছি।
কীভাবে?
শুধুমাত্র মার্কেটিং আর নতুন টেকনিক!
আমি কেনো বারবার বলি যে, আমার ফেসবুক
প্রোফাইল বা পেইজ আমার কিচ্ছু না, জানেন? কারণ,
আমার সাইটের প্রত্যকটা পোস্ট কয়েক লক্ষ মানুষ
পড়ছে। পড়েই চলেছে!
আবারো বলছি, মার্কেটিংয়ের দিকে মনোযোগ দিন।
নিজেরা যা পারেন তাই মার্কেটিং করুন। কারণ,
অনলাইনে সবকিছুই বিক্রি হয়।
Writer:Digital Marketer Muntasir
Writer:Digital Marketer Muntasir
ConversionConversion EmoticonEmoticon