এক লোক তার বাগানে একটা পাখির ডিম পড়ে থাকতে
দেখলো। সে ডিমটা উঠিয়ে সেটাকে সঠিক
তাপমাত্রায় রেখে কৃত্রিমভাবে ডিমে তা দিতে
থাকলো।
কিছুক্ষণ পর ডিম ফাটতে শুরু করলো। সে দেখতে
পাচ্ছিলো ভেতর থেকে পাখির বাচ্চাটা বের হয়ে
আসার চেষ্টা করছে। সে প্রায় আধা ঘন্টা অপেক্ষা
করার পর দেখলো পাখির বাচ্চাটা আর বের হয়ে
আসতে পারছে না।
এটা দেখে তার খুব মায়া জন্মালো। সে নিজেই কষ্ট
করে ডিমটা আরেকটু ভেঙে দিলো। তারপরে পাখিটা
খুব সহজে বের হয়ে গেলো ডিমের ভেতর থেকে।
এবার পাখিটার উড়তে শেখার পালা। লোকটা দেখতে
পেলো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে কিন্তু পাখিটা
উড়তে পারছে না। উড়ার চেষ্টা করেও একটু দূরে গিয়ে
পড়ে যাচ্ছে। এত সুন্দর ডানা আর কোনো রোগ না থাকা
সত্ত্বেও পাখিটা আর কোনোদিন উড়তে পারে নি।
ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে, লোকটার
ইনটেনশন ভালোই ছিলো। কিন্তু লোকটা এটা জানতো
না যে, সেই ডিমটার খোলস ভেঙে বেরিয়ে আসার
কষ্টটা পাখিটার উড়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলো।
কারণ সেটাই ছিলো পাখিটার সঠিক পথ আর এটাই
ছিলো পাখিটার যুদ্ধ।
আমরা জন্ম থেকেই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে বড়
হই। মানুষ আমাদের আশেপাশে যায়, আসে। কিন্তু কেউ
যদি বলে যে জীবন চলার জন্য শর্টকাট রয়েছে তাহলে
কিছু না বুঝেই সেটা লুফে নেবেন না। কারণ সেই
শর্টকাট আপনাকে হয়তো পাখিটার মতো কিছুদূর যাওয়া
শেখাবে কিন্তু আপনার মূল উদ্দেশ্য আর জীবনের লক্ষ্য
থেকে বঞ্চিত করে দেবে।
মনে রাখবেন - যেটা ঠিক মনে হয় সেটা করবেন, যেটা
শর্টকাট সেটা নয়!
Writer:Digital Marketer Muntasir
Writer:Digital Marketer Muntasir
ConversionConversion EmoticonEmoticon